Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

  কর্তৃপক্ষের নির্দেশে জেলার বেসরকারী নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও সকল প্রকার মাদরাসার অনুমতি, সংশ্লিষ্ট বোর্ডে স্বীকৃতি প্রদান এবং স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন প্রতিবেদন আঞ্চলিক                       উপ পরিচালকের দপ্তরে প্রেরণ।

·        কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রাথমিক , দাখিল মাদ্রাসা  ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের জন্য বিদ্যালয় পরিদর্শন এবং পরিদর্শনের পর ২ (দুই) সপ্তাহের মধ্যে প্রতিবেদন সংশি­ষ্ট বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং আঞ্চলিক উপ পরিচালকের দপ্তরে প্রেরণ।

·        উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে নবম ও দশম শ্রেণী খোলার অনুমতি ও শ্রেণী শাখা/অতিরিক্ত বিষয় খোলার জন্য (কম্পিউটার, হিন্দু ধর্ম ও গার্হস্থ্য অর্থণীতি) পরিদর্শণ করে সংশি­ষ্ট  কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।

·        উপর্যুক্ত অভিযোগের ভিত্তিতে বেসরকারী স্কুল ও মাদরাসা পরিদর্শন এবং পরিদর্শনের পর অভিযোগের বিষয়ে প্রমাণাদি সহকারে সংশি­ষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট  সুপারিশ প্রেরণ।

·        জেলায় নবায়নযোগ্য নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের ব্যবস্থা্ গ্রহণ।

·        বিধি বিধান অনুযায়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয় স্থাপনের পূর্বানুমতি প্রদান।

·        সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন- ভাতাদি প্রদানঃ

 

·        সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রথম এম.পি.ও -ভুক্তির জন্য নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্যাদি ও মতামতসহ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।

·        প্রথম এম.পি.ও আদেশ প্রাপ্ত সকল বেসরকারী শিক্ষা প্রতষ্ঠিানের শিক্ষক কর্মচারীদের এম.পি.ও ভক্তির কাগজপত্র যাচাই-বাছাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।

·        কার্য নির্বাহী কমিটিবিহীন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার বিল পাশ, উত্তোলন ও বিতরণ।

·        পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তির ব্রডসীড প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদানের পর

·        মন্তব্যসহ উর্দ্ধতন কর্তপক্ষের নিকট প্রেরণ।

·        সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাব বিবরণী পরীক্ষান্তে প্রাপ্ত অনিয়ম সমূহ উলে­খ পূর্বক প্রণীত প্রতিবেদন উপর্যুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ ।

·        বেসরকারী স্কুল ও মাদরাসা পরিদর্শন কালে শিক্ষক/ কর্মচারীদের বিনানুমতিতে অনুপস্থিতি কর্তব্য অবহেলা কিংবা অন্য যে কোন আর্থিক ও  শৃংখলা জনিত অনিয়মের কারণে প্রয়োজন বোধে অনধিক ০৬ (ছয়) মাস পর্যন্ত বেতন- ভাতাদিও সরকারী অংশ সাময়িক ভাবে স্থগিত রাখার আদেশ প্রদান। উক্ত আদেশ জারীর ৭ (সাত) দিনের মধ্যে স্থগিত আদেশের কারণ এবং প্রমাণাদীসহ বিস্তারিত প্রতিবেদন মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদপ্তরে প্রেরন। অধিদপ্তর যাচাই- বাছাই করে স্থগিতাদেশ স্থায়ী ভাবে বহাল কিংবা প্রত্যাহার করবেন।